শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে লবণ কারখানায় সন্ত্রাসী হামলা-ভাঙচুর-লুটপাট আহত ৩

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে একটি লবন কারখানায় স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৩ জন আহত হয়েছেন। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকার সুপার ক্রীস্টাল সল্ট ইন্ডাস্ট্রিজে ঘটে এ ঘটনা। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, ১৬/১৭ সদস্যের এক দল সন্ত্রাসী অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রæতার জের ধরে এ হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, স্টোর রুম, পাওয়ার স্টেশন রুম, স্কেল রুম, দরজা-জানালা ভাঙচুর করে। এসময় কোম্পানীর ২টি ট্রাক ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা কোম্পানীর কর্মাশিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন (৩৭), সিকিউরিটি গার্ড জাইম (৫৫), আলী আজগর (৬০) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলার বাদী ও কারখানার কর্মাশিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসী হামলায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা শ্রমিকদের বেতনের ৫ লক্ষ ১০ হাজার টাকা ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে ৩ জনকে নামীয় ও অজ্ঞাত ১৬/১৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন