বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বাড়ছে জনদুর্ভোগে

দুপচাঁচিয়া পাকা সড়কগুলোর বেহাল দশা

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : দুপচাঁচিয়া উপজেলার পাকা সড়কগুরোর বেহাল দশা। খানাখন্দ ভরা এই সড়কগুলো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রিবাহী বাস সহ বিভিন্ন যানবাহন। ফলে বাড়ছে জনদুর্ভোগ। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের অধীনে দুপচাঁচিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে দুপচাঁচিয়া-তালোড়া ও দুপচাঁচিয়া-আক্কেলপুর উল্লেখযোগ্য। উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দক্ষিণে বন্দর নগর তালোড়া পৌরসভায় অবস্থিত। দুপচাঁচিয়া-তালোড়া ভায়া কুন্দ্রগ্রাম হয়ে নওগাঁর রানীনগর হয়ে উপজেলায় মিশেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন যাতায়াত সহ শত শত লোক চলাচল করে। এছাড়াও শস্য ভান্ডার হিসেবে পরিচিত তালোড়া এলাকার বিভিন্ন শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে। বন্দর নগর তালোড়ায় সরকারি খাদ্য গুদাম, তালোড়ার রেল ষ্টেশন সহ বেশ কিছু এ্যালোমিনিয়াম ফ্যাক্টরী ও কারখানা রয়েছে। দুপচাঁচিয়া থেকে ৭ কিলোমিটার দূরত্ব সড়কটির বিভিন্ন স্থানে কারপেটিং এর পাথর পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলের সাধারন মানুষ সহ যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার বলেন, দুপচাঁচিয়া-তালোড়া সড়কটি সড়ক ও জলপথ বিভাগের। সড়কটি সংস্কার করা জরুরী প্রয়োজন। তিনি সড়কটি দ্রæত সংস্কারের জন্য বগুড়া জেলা সড়ক ও জলপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে পত্র দিয়েছেন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ আর একটি সড়ক দুপচাঁচিয়া-আক্কেলপুর। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা। বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া থেকে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রো সহ বিভিন্ন যানবাহন আক্কেলপুর হয়ে জয়পুরহাট জেলা সদর সহ স্থল বন্দর হিলিতে যাতায়াত করে। এছাড়াও এই সড়কের পাশেই দুপচাঁচিয়া উপজেলা সরকারি খাদ্য গুদাম ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এছাড়াও এই সড়কটি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর, গুনাহার ও চামরুল ইউনিয়নের লোকজনের উপজেলা সদরের যাতায়াতের একমাত্র পথ। সড়কটি প্রায় ৩ থেকে ৪ বছর যাবত সংস্কার করা হয়নি। সংস্কার বিহীন এই সড়কের বিভিন্ন স্থানের পিচ সহ কার্পেটিং এর পাথর ওঠে গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ব্যাপারে দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার সম্প্রতি দুপচাঁচিয়া পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় সড়কটি দ্রæত সংস্কারের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন