বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং ১৪ ব্যাটালিয়ন দল রানার-আপ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ আবুল কালাম আজাদ,দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন, ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী এবং রাজশাহী সেক্টরের কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ।
ফুলবাড়ীস্থ ২৯ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ আগষ্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চৌদ্দটি ব্যাটালিয়ন অংশ গ্রহন নিয়ে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন