শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরকারীকরণ হলো চাঁপাইনবাবগঞ্জের দু’টি মাধ্যমিক বিদ্যালয়

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন শনিবার স্কুল দু’টিতে এসে পৌছলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে নাচোল উপজেলার খ.ম. উচ্চ বালিকা বিদ্যালয় ও ভোলাহাট উপজেলার বড়গাছী উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। গত ১০ আগষ্ট থেকে আদেশটি কার্যকর হয়েছে বলে ওই প্রজ্ঞাপণে বলা হয়েছে।
এর ফলে নাচোল ও ভোলাহাট উপজেলায় এই প্রথম মাধ্যমিক স্তরের দু’টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হওয়ায় স্থানীয় এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন