শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালিগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা: সাপের কামড়ে মৃত্যু হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের ১০ বছর বয়সী শিশু সুপ্রভা মন্ডলের। শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুপ্রভা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ মন্ডলের মেয়ে ও শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুপ্রভার বাবা শ্যামনগর সরকারি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান শচ্চীদানন্দ মন্ডল জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মা ভারতী রানী মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় বাঁশতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তারা বাড়িতে চলে আসেন। রাতে তার সঙ্গে একই ঘরে শুয়ে ছিলো সুপ্রভা। শুক্রবার দিবাগত রাত দু’ টোর দিকে সুপ্রভাকে সাপে কামড়ায়। শনিবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুপ্রভার লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আটক ১০৮, মাদকদ্রব্য উদ্ধার
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১০৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা ৫৪ জন, কলারোয়া থানা ৮ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ১১ ও পাটকেলঘাটা থানা থেকে ১৩ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এসময় ২০৫ বোতল ফেন্সিডিল, ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাজা উদ্ধার হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন