মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন বিএনপির ঘাঁটি হলেও বার বার একই প্রার্থীকে মনোনয়ন দেয়ায় আসনটি পুনরুদ্ধার করা সম্ভভ হচ্ছে না। বার বার পরাজিত হওয়া প্রার্থীকে মনোনয়ন না দিয়ে ধানের শীষ প্রতীকে নতুন মুখের প্রার্থীকে মনোনয়ন না দিতে দলের চেয়ারপার্সনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান, মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন শিকদার, পৌর বিএনপির সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজিজ রেজা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আবু রায়হান ও এস এম নাজমুল আলম বিপ্লব, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন মিল্টন, আজগানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা সিকদার, সিঙ্গাপুরের টাঙ্গাইল জেলা ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এস এম রুবেল পারভেজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, মির্জাপুর উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে প্রমানিত হলেও বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনে বার বার প্রার্থী বাছাইয়ে ভুল হওয়ায় আসনটি হাত ছাড়া হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই সঠিক হলে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা হারানো আসন পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন