শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠক

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দৌলতপুরের বিলাগাথুয়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৪৯/১(এস) সীমান্ত পিলার সংলগ্ন বিলগাথুয়া সীমান্তের বাংলাদেশী খূ-খন্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার রানীনগর বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর এসএস মিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিলগাথুয়া ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আবুল হাসেম। ১০.২০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন