রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মনোনয়নের আশায় আওয়ামী লীগের ৬৫ জনের লড়াই

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দ আমরুজ্জামান সবুজ, শাহরাস্তি (চাঁদপুর) থেকে

চাঁদপুরের শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬৫ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশীদের হাতে দলীয় মনোনয়ন পত্রের আবেদন ফরম তুলে দেন। তন্মধ্যে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ৮ জন, সূচীপাড়া উত্তর ইউনিয়নে ১০ জন, টামটা উত্তর ইউনিয়নে ৬ জন, টামটা দক্ষিণ ইউনিয়নে ৬ জন, রায়শ্রী উত্তর ইউনিয়নে ৩ জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৭ জন, মেহের উত্তর ইউনিয়নে ৩ জন, মেহের দক্ষিণ ইউনিয়নে ৫ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৭ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোস্তফা কামাল মজুমদার, মো. মিজানুর রহমান, মো. সেলিম খান, আবু ইউসুফ বাবুল, সফিকুল ইসলাম পাটওয়ারী, মোশারফ হোসেন মুশু, ইকরাম হোসেন ইকবাল, কবির হোসেন, মেশকাত হোসেন বিটু ও মো. নজরুল ইসলাম। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. গোলাম মোস্তফা, মাসুদ আলম পাটওয়ারী, মাহতাব উদ্দিন হেলাল, মাহফুজুল কবির লিটন, জাকির হোসেন, হাজী সেফায়েত উল্লাহ, সৈয়দ আহাম্মদ ও নুরুল আমিন পাটওয়ারী। টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, দিদার হোসেন পাটওয়ারী, সফিউল আলম স্বপন, খন্দকার মু মনিরুজ্জামান শান্ত, ওমর ফারুক দর্জি ও বাহার উদ্দিন। টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাকির হোসেন পাটওয়ারী, ওমর ফারুক, মো. সফিকুর রহমান মজুমদার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, জসীম উদ্দিন জনি ও জহিরুল আলম মানিক। রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. মোশারফ হোসেন মুশু, মো. সাইফুল ইসলাম মাসুদ ও মো. আব্দুল মান্নান। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. কামরুজ্জামান সুমন, ডা. মো. আবদুর রাজ্জাক, তুহিন খান, মো. রফিক রায়হান, মো. আবদুল মমিন, মোহাম্মদ আহম্মদ উল্লাহ মাস্টার ও আমিনুল ইসলাম খোকন। মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সফি আহমেদ মিন্টু, মো. রুহুল আমিন, বাহার উদ্দিন বোরহান, আরিফুর রহমান মিজান ও মোরশেদ আলম। মেহের উত্তর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাজী জাবেদ পাটওয়ারী, মো. মনির হোসেন ও জিয়াউল কবির দুলাল। চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জসিম উদ্দিন পাটওয়ারী, শামছুল হক মিয়াজী, কামরুল ইসলাম গালিবার, মুজাম্মেল হোসেন কাজল, সাইফুল ইসলাম মোল্লা, আনোয়ার হোসেন, মো. আবদুর রব, জহির পাটওয়ারী, শোয়েব দেওয়ান ও মো. রফিকুল ইসলাম বাদল। চিতোষী পূর্ব ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আবু ইউসুফ পাটওয়ারী, মো. আবুল হোসেন পাটওয়ারী, এডভোকেট বেলায়েত হোসেন মিজান, নজরুল ইসলাম স্বপন, সাইফুদ্দিন আলমগীর (সাহেব আলী), ওমর ফারুক ও শাখাওয়াত হোসেন বাবুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন