শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাগলনাইয়ায় এক পত্রিকার হকারের জায়গা মাটি ভরাট করে ও গাছ কেটে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অলিমিয়া মুন্সি বাড়ীতে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত সৈয়দ আহাম্মদের পুত্র পত্রিকা হকার হারুন অর রশিদ গংদের পশ্চিম ছাগলনাইয়া মৌজার সিএস ৭৭, এসএ ১৪৮ ও ২৩৬১নং দাগের ৯ শতকের আন্দরে সাড়ে ৪ শতক পুকুর ও বসতবাড়ীর জায়গা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে। গত ৫ মার্চ একই বাড়ীর মৃত বেছু মিয়ার পুত্র জয়নাল আবদীন, আবদুল কাদের, মৃত সিদ্দিকুর রহমানের পুত্র ছালেহ আহাম্মদ ও ফয়েজ আহাম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই জায়গায় মাটি ভরাট ও গাছ কেটে জবর-দখল করার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে জয়নাল আবদীন ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে হারুন অর রশিদ (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও তার ভাই আবু বক্করসহ (৫৫) তিন জনকে আহত করে। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জমি জবর-দখল চেষ্টার অভিযোগে হারুন অর রশিদের ভাই নুরুল করিম বাদী হয়ে গত ১০ মার্চ ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জয়নাল আবদীনসহ ৪ জনকে আসামী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। অপরদিকে হামলা ও মারধরের অভিযোগে গত ৮ মার্চ হারুন অর রশিদের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার পুনরায় ওই জায়গায় মাটি ভরাট করে জবর-দখল করে নেয় বলে হারুন অর রশিদ অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন