পিরোজপুর জেলা সংবাদদাতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কদমতলায় বিএনপি দলীয় প্রার্থী আব্দুস সালাম শেখের কর্মী-সমর্থকদের খুন-জখমের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর হুমকিসহ প্রচারণায় বাধা দানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর সদর উপজেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম শেখের উপস্থিতিতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। এ সময় অভিযোগ করা হয়, কদমতলা ইউনিয়নের সরকারদলীয় প্রার্থী মো: হানিফ খানের কর্মী বাহিনী তাদেরকর্মী সমর্থকদের খুন জখমের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি ও মারধর করে হীনস্বার্থ চরিতার্থ করার কর্মকা- শুরু করেছে। নির্বাচনের সকল বিধিবিধান লঙ্ঘন করে ইউনিয়নরে বিভিন্ন স্থানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল মহরার মাধ্যমে এলাকায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগে করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে এ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহী, জেলা যুব দলের কো-আহ্বায়ক এডভোকেট মনিরুল ইসলামসহ চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা। এদিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুরিয়ানা বাজারে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর কর্মীদের হামলায় বিএনপি সমর্থিত প্রার্থীর ২ কর্মী আহত হয়েছে। এ সময় তাদের বহনকারী একটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আটঘরকুড়িয়ানা ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে আটঘর এলাকা থেকে তার নির্বাচনী অফিস মাহামুদকাঠী আসছিলেন। এ সময় তার বহরের ২টি মোটরসাইকেল পিছনে পড়লে তারা কুরিয়ানা বাজারের কাছে এলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে বিএনপি সমর্থিত প্রার্থীর ২ কর্মী আহত হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়ছে। আহত রাসেল ও সুমনকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখর কুমার সিকদারের অভিযোগ তার প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী মো: জাকির হোসেন ২০/২৫টি মোটরসাইকেলের বহর নিয়ে কুরিয়ানা বাজারের কাছে মুসলিম পাড়ায় তার নির্বাচনী অফিসে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে এবং আসবাবপত্র তছনছ করে ও সোহেল নামে তার ১ কর্মীকে আহত করে। তবে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, সেখানে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। তবে দুই পক্ষ সেখানে হাজির হলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে শুক্রবার রাতে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী এলাকায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী নজরুল ইসলামের কর্মীদের হামলায় বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো: সায়েমের ৫ কর্মী সমর্থক আহত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলায় আহত হয়েছেন জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুর ১টার দিকে মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হলতাগুলিসাখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশীদের সমর্থক জাকির হোসেন দুপুরে বাড়িতে কাজ করছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সমর্থক একই গ্রামের মো. আলমের নেতৃত্বে ১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে জাকিরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বশির আহম্মেদ জানান, জাকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন