শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুঠিয়ায় চুরির মামলায় গৃহকর্মী আটক

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

পুঠিয়ায় চুরির মামলায় হামিদা বেগম (৪৫) নামের এক গৃহকর্মীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। সে উপজেলার জিউপাড়া উজালপুর গ্রামের মৃত আঃ খালেকের স্ত্রী। জানা গেছে, ঢাকা জেলার মডেল থানার চুরির মামলায় হামিদা ওয়ারেন্ট আসামী হওয়ায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে হামিদার বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে হামিদা জানায়, গত দুই বছর আগে ঢাকা জেলার মিরপুর এলাকার শামীমের বাড়িতে তিন হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ শুরু করে। গত বছরের মাঝামঝি সময়ে হামিদা মালিকের কাছ থেকে দশ হাজার টাকা ধার নেয়। সেই টাকা সময় মত দিতে না পারায় দুই মাসের বেতনের টাকা কেটে নেয় মালিকের স্ত্রী শিরিনা বেগম। বাকি টাকার জন্য মালিকের স্ত্রী মাঝে মধ্যেই রাবেয়ার সাথে খারাপ ব্যবহার করতো। এছাড়াও রাবেয়া বাড়ি আসতে চাইলে তাকে বাড়ি যাওয়ার অনুমিত দিতো না। এ কারণে চলতি বছরের প্রথমদিকে রাবেয়া পালিয়ে বাড়ি চলে আসে। রাবেয়া জানতো না যে সামান্য চার হাজার টাকার জন্য তাকে চুরি মামলার আসামী হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন