রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গফরগাঁওয়ে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ‘বঙ্গবন্ধুর চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে গফরগাঁওয়ে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের উদ্যোগে প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলার ৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন,বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহŸায়ক প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্ট, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন