রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাসপাতালে যেতে বাধা দেওয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘিতে হামলার শিকার দুই নারী
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধাসহ দুই নারীর ওপড় পৃথক হামলা চালিয়ে মারপিট ও নগদ টাকা ছিনতাই এবং মারপিটে আহত নারীদের হাসপাতালে নিয়ে যেতে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে। জানা গেছে, আদমদীঘি উপজেলার লক্ষিপুর গ্রামের জনৈক তহিদুল ইসলাম ও আব্দুল কাদের সেদ্দা গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে রাস্তা-ঘাটে প্রায়ই একে অপরের লোকজনকে মারপিটের ঘটনা ঘটিয়ে থাকে। এরই জের ধরে গত বুধবার লক্ষিপুর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী শাহেদা বেওয়া (৬৫) ব্যাংক থেকে ২০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিল। বিকাল ৫টার দিকে গ্রামের নিকট রেলক্রসিংয়ে পৌঁছলে তহিদুল, ছালাম, মোস্তফা, শাহিন, জুয়েল, বাবু, ফেরদৌস সহ ১০/১২জন শাহেদার উপড় হামলা চালিয়ে মারপিট করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে ফেলে রেখে যায়। পরে শাহেদার আত্মীয় স্বজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে লাগলে হামলাকারীরা বাঁধা দেয়। অপরদিকে ওই গ্রামের ওয়ালুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম উপজেলার তাঁত পল্লী শাওইল থেকে তার অর্ধমাসের মজুরী বাবদ পাওয়া ৪হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে নসরতপুর তিনমাথা নামক স্থানে পৌঁছলে ওই হামলাকারীরা ফরিদার ওপড়ও হামলা চালিয়ে বেদম মারপিট তার নিকট থেকেও টাকা ছিনতাই করে নেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ওই গ্রামে গিয়ে আহত দুই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোট লেখা পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা হয়নি তবে মালালার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন