রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্তানকে শ্বাসরোধে হত্যা করল পাষন্ড বাবা

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দক্ষিণ খাজুরবাড়িয়া গ্রামে বুধবার রাতে ১৩ মাস বয়সের হাফেজা আক্তার তিশা নামে এক কন্যা শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বাবা মো. হানিফ হাওলাদার (৪৮) পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার সাথী (২৫) গতকাল বৃহস্পতিবার স্বামী হানিফ হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সাথী জানান, বুধবার রাত ১১টার দিকে বাড়িতে যান স্বামী হানিফ হাওলাদার। ঘরে খাওয়ার মত কিছু ছিল না। এ কারণে তিশাকে তার বাবার পাশে ঘুম পাড়িয়ে ভাত রান্না করতে যান তিনি। এক পর্যায়ে তিশা চিৎকার করলে তিনি (সাথী) ছুটে আসেন। তখন হানিফ তাকে বলেন গরমের কারণে চিৎকার করেছে। স্বামীর কাছে হাতপাখা দিয়ে আবার রান্নার কাজে চলে যান তিনি। এরপর খাবার খেয়ে ঘুমাতে গিয়ে দেখতে পান তিশার হাত-পা ঠান্ডা হয়ে গেছে। কোনো সাড়া শব্দ নেই। এরপর ভোর রাত সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিশাকে মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হানিফের দুই স্ত্রী। প্রথম স্ত্রী মীনা বেগম (৪০) তিন ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী সাথীকে বিয়ে করেন দুই বছর আগে। তার ছিল ১৩ মাস বয়সের একমাত্র কন্যা সন্তান তিশা। দ্বিতীয় স্ত্রী সাথী হানিফের গ্রামের বাড়িতে থাকতো। হানিফ অধিকাংশ সময় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঢাকায় থাকেন। মাঝে মধ্যে বাড়িতে আসেন। দুই পরিবার নিয়ে তাদের পারিবারিক কলহ ছিল। এ ঘটনার জেরে হানিফ দ্বিতীয় স্ত্রীর একমাত্র কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন