শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বারইয়াহাটে বিএনপির সদস্য সংগ্রহ শুরু

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির অস্থায়ী কার্র্যালয় বারইয়াহাট পৌর বিএনপির আহŸায়ক দিদারুল আলম মিয়াজীর বাড়ীতে উক্ত সদস্য অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ( সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোঃ আলমগীর, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহŸায়ক দিদারুল আলম মিয়াজী। পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে কামরান সরওয়ার্দীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শফিকুর রহমান ফরাজি, ইঞ্জিনিয়ার হোসেন আহমেদ, আবুল খায়ের সওদাগর, মীর জহির উদ্দিন, মোশাররফ হোসেন, হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক মিন্টু, আলমগীর রাসেল, নুরুল আবছার, মোজাম্মেল হোসেন, মোঃ ইয়াছিন, আব্দুল্লাহ আল মাসুদ, মোমিন উদ্দিন, শাহাবুদ্দিন, জহির উদ্দিন, শহিদুল ইসলাম, দিদার হোসেন, সাইফুদ্দিন প্রমুখ।
সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তাগন তাদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে দেশে জাতিয়তাবাদী শক্তির বিকল্প নেই। দেশ ও জনগনের মুক্তি ও প্রকৃত উন্নয়ন এর জন্য বেগম জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানানো হয়। প্রধান অতিথী নুরুল আমিন বলেন সবাইকে যে কোন সময় আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়তে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন