শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে ২৮ গরু ডাকাতি, ১৭ রাউন্ড গুলি বর্ষণ : গুলিবিদ্ধ ৬

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চল থেকে ডাকাতেরা ২৮ গরু ডাকাতি করেছে। এলাকাবাসির বাঁধার মুখে পড়লে ডাকাতের ছোড়া গুলিতে ৬ জন আহত হয়েছে। এলাকাবাসি সুত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুটি শ্যালো নৌকা যোগে একদল ডাকাত কাপাসিয়া ইউনিয়নের বন্যা দুর্গত বোচাগাড়ি কাজীয়ার চর এলাকায় ৫ বাড়িতে গরু ডাকাতি করে। ডাকাতির শিকাররা হলেন আব্দুস সামাদ, আব্দুর রহিম বাদশা, বিলাত মন্ডল, ছকমল ও আব্দুস কুদ্দুস মন্ডল। এ ৫ জনের বাড়ির গোয়াল ঘর থেকে ২৮টি গরু নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় তাদের (গরু মালিকদের) চিৎকারে বোচাগাড়ি ও কাপাসিয়া এলাকার লোকজন নৌকা যোগে ডাকাত দলকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা ১৭ রাউন্ড গুলি বর্ষণ করে নির্বিঘেœ গরু নিয়ে নৌকা যোগে চলে যায়। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হন বোচাগাড়ি গ্রামের ফটিক মিয়ার পুত্র আজাহার মন্ডল, হাতেম মন্ডলের পুত্র রহমত আলী, আজাহার মন্ডলের পুত্র বিশা মন্ডল, কাপাসিয়া গ্রামের মফিজলের পুত্র সিরাজুল, আব্দুল জলিলের পুত্র সিদ্দিক হোসেন ও জাহাঙ্গীর আলমের পুত্র আনারুল। এদের মধ্যে আজাহার মন্ডল, রহমত আলী ও বিশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতি বছর বন্যার সময় ডাকাতেরা বন্যা দুর্গত এলাকার চরাঞ্চলে মানুষের বসতবাড়িতে হামলা চালিয়ে শত শত গরু ও মালামাল লুট করে নিয়ে যায়। টহলরত পুলিশ এসময় কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে কিন্তু গুলি ছোড়ার অনুমতি নেয়ার আগেই নৌকা যোগে ডাকাত সটকে পড়ে। থানা অফিসার জানান, গরু উদ্ধার ও ডাকাত গ্রেফতারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন