শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালকিনিতে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর এলাকার পশ্চিম আলীপুর ও পূর্ব আলীপুর গ্রামে আঁড়িয়াল খাঁ নদের ভাঙনের শিকার দূর্গত মানুষের মাঝে ৫হাজার করে নগদ অর্থ প্রদান ও ২০ কেজি করে চাল বিতরন করেছে কালকিনি উপজেলা প্রশাসন। সোমবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে উক্ত সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান স্বজল, সহকারী কমিশনার (ভূমী) মোঃ শরিফুল ইসলাম, কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পদ্মায় পানি বৃদ্ধির কারনে পদ্মা নদীর শাখা নদ আঁড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি হলে তীব্র শ্রতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর, সিডি খান ও সাহেবরামপুর এলাকার নদী তীরবর্তী কয়েকটি গ্রামে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। এতে দেড় শতাধিক বাড়ি ঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন