শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের দাবি

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার চান্দপুর খাস জমিতে ইকনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) প্রতিষ্ঠার দাবিতে সর্বদলীয় নাগরিক কমিটির ব্যানারে চুনারুঘাট উপজেলাবাসী বিশাল মানববন্ধন ও পথসভা করেছে। গতকাল শনিবার দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধনে উপজেলার হাজার জনসাধারণ অংশগ্রহণ করে। ইউনিয়ন আ.লীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে ও আরজু মিয়ার মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, বিশিষ্ট শিল্পপতি কাউসার-উল গনি, উপজেলা বিএনপির নেতা আলহাজ হুসাইন আলী রাজন, বিপি মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আলহাজ আব্দুর জাহির মেম্বার, আঃ আউয়াল মেম্বার, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, যুবলীগ সভাপতি ইয়াকুৃত মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ ও কালিশীরি গ্রাম বাংলা আদর্শ ক্লাব ও আমতলী বাজারের সোনার বাংলা নাগরিক সংঘসহ উপজেলা সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন