শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিপণন দুই প্রতিষ্ঠানে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিপণনের দায়ে দুইটি প্রতিষ্ঠানে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন এ জরিমানা করেন। আফসানা পারভীন জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাত করণের দায়ে সৈয়দপুর শহরের নতুনপাড়ার এলাকার ডায়মন্ড বেকারী এন্ড কনফেকশনারীকে ১৫ হাজার টাকা এবং রংপুর সড়কের রাজ্জাক স্টোরে অপরিস্কার থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) অলক কান্ত রায়, স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন