শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ

প্রাইভেটকার উদ্ধার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদাদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে ৪৮০ বোতল ফেনসিডিলসহ পরিত্যাক্ত অবস্থায় একটি প্রাইভেট কার উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলার ঠাঁকুর যৌবন রাস্তায় অভিযান চালায়। এ সময় কালো রং এর একটি কার (ঢাকা মেট্রো-গ ১৩-৩৫৭৬) রাস্তার পার্শ্বে রেখে চালক পালিয়ে যায়। পুলিশ গিয়ে সেখান থেকে কারটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত কারটি থানায় নিয়ে এসে তল্লাসী চালালে গাড়ীর ভিতরে সিটের পেছনে অভিনব কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাড়ীর মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসায়ীরা চাঁপাইনবাবগজ্ঞ-রাজশাহী রুট পরিবর্তন করে এ রুটে হেরোইন, ফেনসিডিল পাচার করে আসছিল। মাদকব্যবসায়ীরা দেশ জাতি সমাজের সূত্র তাদের কোন ছাড় নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন