বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় ইউরিয়ার সার বিক্রি

কলারোয়ায় কৃত্রিম সঙ্কট

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সরকার নির্ধারিত ১৬ টাকা কেজি মূল্যের ইউরিয়া সার চাষীদের কাছে ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে আমন ধান চাষে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, বর্তমানে আমন ধানে উপরি সার প্রয়োগের সময় চলছে। সময় মত সার প্রয়োগ না করলে খাদ্যের অভাবে আমন ধানে প্রয়োজনীয় সংখ্যক কুশি গজাতে পারবে না। সারের অভাবে ধানগাছ হৃষ্টপুষ্ট হতে পারবে না। ফলে সার প্রয়োগে বিলম্বে আশানুরুপ আমন উৎপাদন বিপর্যয় ঘটবে। এই অবস্থায় বিগত ১৫ দিন যাবত ইউরিয়া কিনতে গেলে ডিলাররা ইউরিয়া সার নেই অথবা সংকটের কথা জানাচ্ছে। এজন্য ডিলারদের বেশী দামে ইউরিয়া কিনে আনতে হচ্ছে, তাই ইউরিয়ার সরকার নির্ধারিত খুচরা মূল্য ১৬ টাকা কেজি দরে বিক্রি সম্ভব নয় বলে জানায়ে দেওয়া হচ্ছে। তবে ডিলারের চাহিদা মত স্থান বিশেষ ১৭ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে কিনতে রাজী হলে ইউরিয়া সার মিলছে। দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের কৃষক সিদ্দীক, ফৈজুল্যাপুরের কৃষক মোস্তফা মালি বামনখালী গ্রামের কৃষক অজিত পরামানিক জানায়, অনেক দরকষাকষি করেও ১৬ কেজির ইউরিয়া ১৭ টাকা কেজি দরে কিনে ধানক্ষেতে প্রয়োগ করতে হয়েছে। সরেজমিনে পাটুলি বাজারে সামছুর ডিলারের ঘরে এবং খোর্দ্দ বাজারে মাজেদ ডিলারের ঘরে ১৮ টাকা এবং খোর্দ্দ বাজারের মধু ডিলারের ঘরে ১৭ টাকা কেজি দরে ইউরিয়া সার বিক্রি করতে দেখা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন