শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনির শোভনালী ব্রিজের অ্যাপ্রোচ : সড়কের চরম দুরবস্থা

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


আশাশুনি (সাতক্ষীরা) থেকে জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার শোভনালী ব্রিজের উভয় পাশে এ্যাপ্রোচ সড়কের চরম দুরাবস্থায় ব্রিজ ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। এ্যাপ্রোচ সড়কটি দ্রæত নির্মানের দাবি জোরালো হতে শুরু করেছে।
বুধহাটা টু কালিগঞ্জ ভায়া উজিরপুর সড়কের শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মান কাজ করা হয়েছে কয়েক বছর আগে। ব্রিজ নির্মানের পর এ্যাপ্রোচ সড়কের কাজ না করায় ব্রিজ ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ব্রিজের মুখের সড়ক থেকে ৪০/৫০ ফুট উচুতে ব্রিজের উপর গিয়ে ওঠা কষ্টসাধ্য। বিশেষ করে যানবাহন চলাচল করার কোন উপায় ছিলনা। বাধ্য হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে বুধহাটা ও শোভনালী ইউপি চেয়ারম্যানকে কোন রকমে চলাচলের ব্যবস্থা করতে নির্মান কাজের আহবান জানান। তাদের আপ্রান প্রচেষ্টায় ব্রিজের দু’পাশে মাটি, বালি, ইটের খোয়া/রাবিশ ফেলে এবং সবশেষে ইট বিছিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। উর্দ্ধমুখী এ্যপ্রোচ সড়ক ব্যবহার করে কষ্টকর ব্রিজ পারাপারে মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে কিছুটা। কিন্তু বৃষ্টির পানি ব্রিজের উপর থেকে নীচে নামার সময় স্রোতের টানে এ্যপ্রোচ সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সড়কে বিছানো ইট ও সড়কের পাশের বড় অংশ ইতিমধ্যে ধস নেমে ভেঙে গেছে। সড়কের উপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ্যপ্রোচ সড়কটি হুমকীগ্রস্ত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহন করে অবিলম্বে এ্যাপ্রোচ সড়ক নির্মানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট বিভাগ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন