দাউদকান্দি থানায় দায়েরকৃত একটি সাজানো মামলার আসামী ৪১ জন বিএনপির নেতাকর্মী গত সোমবার কুমিল্লা আদালতে জামিন লাভ করেছেন। জানা যায়, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে গত ২৩ আগস্ট দাউদকান্দি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু টোলপ্লাজা এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করে। এই সময় নিজেদের আন্তর্কলহের জের ধরে যুবলীগ-ছাত্রলীগের কতিপয় উচ্ছৃংখল কর্মীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তাদের একজন কর্মী মাথায় আঘাত পেয়ে আহত হয়। এই ঘটনার পর বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিতে স্থানীয় আ.লীগ মরিয়া হয়ে উঠে। মামলা দায়ের করার জন্য আ.লীগ কাউকে বাদী হিসেবে পাচ্ছিল না। সাজানো মামলায় বাদী হতে সরকারী দলের কেউ রাজি হচ্ছে না। অবশেষে ৩ দিন পর ২৬ আগস্ট তুজারভাঙ্গা গ্রামের লেংটা মিয়ার ছেলে হত্যাসহ বহু মামলার আসামী মো: ফারুককে বাদী হবার জন্য কৌশলে রাজি করানো হয়। ২৬ আগস্ট গভীর রাতে ফারুক বাদি হয়ে দাউদকান্দি পৌরসভার ৪ কাউন্সিলরসহ বিএনপির ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ এনে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। এই সাজানো মামলা দায়েরর একদিন পর গত সোমবার মামলার ৪১ আসামী কুমিল্লা আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক সকলকে জামিন দেন। জামিনপ্রাপ্তরা হচ্ছে, বিএনপি নেতা নাঈম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, মো: শাহজালাল চেয়ারম্যান, কাউন্সিলর মো: মোস্তাক সরকার, খন্দকার সুমন ও সালাহউদ্দিন সরকার, বাবুল মোলা, শরীফ চৌধুরী, কাউসার আলম সরকার, মো: রোমান খন্দকার এবং আব্দুল বাসেদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন