শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তৃণমূলের ভোটে আ.লীগের একক প্রার্থী নির্বাচিত

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির রামগড় উপজেলার ২টি ইউনিয়নে আ.লীগের তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের লড়াইয়ের লক্ষ্যে গত শনিবার উপজেলা টাউন হলে দিনব্যাপী ভোট গ্রহণের মধ্যদিয়ে একক প্রার্থী নির্বাচন করা হয়। ১নং রামগড় ইউনিয়নের ৮৩ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৩ প্রার্থীর লড়াইয়ে চাকা প্রতীকে ৪০ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম খাঁ চেয়ার প্রতীকে পেয়েছেন ২৫ ভোট এবং উপজেলা আ.লীগ সহ-সভাপতি বর্তমান ইউপি সদস্য করিমুল হক মজুমদার ছাতা প্রতীকে পেয়েছেন ১১ ভোট। অপরদিকে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৮৪ জন ভোটারের মধ্যে ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ২ জন প্রার্থীর লড়াইয়ে চাকা প্রতীকে ৪২ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি মনিন্দ্র ত্রিপুরা। অপর প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরার নেতৃত্বে ইউনিয়ন আ’লীগের সার্বিক ব্যবস্থাপনায় ভোটাধিকারের মাধ্যমে দলীয় একক প্রার্থীর নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। এ সময় জেলা আ’লীগের উপদেষ্টা এ.কে.এম আলীম উল্ল্যাহ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মল চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ চৌধুরী, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীসহ উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন