শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে হত্যা, মামলা তুলে নিতে হুমকি

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা ও বড় ভাই মিলে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় রহস্যজনক কারণে মামলা হওয়ার ১০ দিনেও পুলিশ কোনো আসামিকে ধরছে না। গত রোববার দুপুরে নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, সামান্য বাড়ির জায়গা নিয়ে আমার স্বামীকে প্রকাশ্যে সবার সামনে খুন করে আমার ভাসুর, তার ২ ছেলে ও স্ত্রীসহ ৬ জন। এ বিষয়ে মামলা করার পর থেকে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা আমাকে মামলা তুলে নিতে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আর তাদের কথামতো মামলা না তুললে আমার ২ সন্তানকে অপহরণ করে আমার স্বামীর মতো করে খুন করবে বলে হুমকি দিয়েছে। এ ব্যাপারে নিহত রহমত আলীর শ্বশুর গোলাম মোস্তফা বলেন, আমার জামাতার হত্যার বিচার চাই। দোষীদের অতি দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করছি। এ বিষযে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপ-পরিদর্শক নিয়ামমুল হক বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ৪ মার্চ শুক্রবার বসতবাড়ির জায়গা মাপ নিয়ে বিরোধের জের ধরে মহিষলুটি গ্রামের মজিবর রহমানের ছেলে নুর ইসলাম এবং তার ২ ছেলে হাসান আলী ও হাসমত আলী ধারালো হাসুয়া দিয়ে মেঝ ও ছোট ভাইকে কোপাতে থাকে। একপর্যায়ে ছোট ভাই ঘটনাস্থলেই মারা যায়। আর মেঝভাই মোহাম্মদ আলীর বুকে কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন