চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০ রাউন্ড গুলিসহ আলাউদ্দীন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিমুদ্দীন মন্ডলের ছেলে। র্যাবের দাবি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এই অস্ত্রের চালান পাচার করা হচ্ছিল। গতকাল রোববার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল ভোররাত থেকে রানীহাটি এলাকায় অস্ত্র ব্যবসায়ী চক্রের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে তাদের চলাচল পথে ফাঁদ তৈরি করে। সকাল সোয়া ৮টার দিকে সাইকেল আরোহী আলাউদ্দীনের ব্যাগ তল্লাশী করে ৮টি বিদেশী পিস্তল ১৬টি ম্যাগাজিন ও ১৪০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটক অস্ত্রের চালান পাচারের সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন