বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আবদুল কুদ্দুস (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের মরহুম বিশা সেখের ছেলে। গতকাল রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস আহত কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশঙ্কায় বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন গ্রামের আবদুল কুদুস ও হবিবর রহমানের সঙ্গে নলকূপ দখল নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সকালে বিএডিসি প্রকল্পের এসআর-১২৬ গভীর নলকূপের পানি দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে হবিবর রহমান, কদম আলী, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আছিয়া খাতুন, মজদার হোসেন, আবদুর রশিদ (৪০), সাইদুল ইসলাম, আকতার হোসেন, রুবেল হোসেনসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত আবদুল কুদ্দুস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন