শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিজ সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা

নেত্রকোনা জেলা সংবাদদাতা

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেশার জন্য দু’হাজার টাকা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনায় এক মাদকাসক্ত পাষন্ড পিতা গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে ৫ বছরের নিজের শিশু সন্তানকে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী জানান, নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়ার কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকার বাসিন্দা মাদকাসক্ত মাহাবুব (২৫) বুধবার রাত ৯টার দিকে তার মা মঞ্জুরা খাতুনের কাছে দুই হাজার চায়। মা জানে টাকা দিলে সেই টাকা দিয়ে তার ছেলে নেশা করবে। তাই তার মা ছেলেকে টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে প্রচন্ড বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে মাহবুব তার ৫ বছরের শিশু পুত্র আবীরের গায়ে মোটর সাইকেলের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং সে নিজেও আগুনে পুড়ে আত্মহননের চেষ্টা করে। এ সময় তার মা মঞ্জুরা খাতুন ও ভাই মাহফুজ তাদেরকে বাঁচাতে গিয়ে তারাও কিছুটা অগ্নিদগ্ধ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশু আবির ও মাহবুবকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশু আবীরের শরীরের ৬০ ভাগ ও মাহবুবের শরীরের ৪৫ ভাগ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেও আবীরের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা দেয়া সম্ভব না হওয়ায় ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করে। গতকাল বৃস্পতিবার ভোর রাত ৪টার দিকে ঢাকায় নেয়ার পথে শিশু আবীরের মৃত্যু হয়। তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন