শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কৃষকদের মাঝে সেচপাম বিতরণ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলায় সমন্বনিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষক দলের মাঝে এলএলপি সেচপাম বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পৌর সদর ও নয়টি ইউনিয়নে ১০টি সেচপাম বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। সেচপাম বিতরণ পূর্বে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন প্রমুখ।
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
পাকুন্দিয়ায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সরকারি ভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান ও জাংগালিয়া ইউপি চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন