রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবদল-ছাত্রদল নেতার হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষ আহত আরো ৭

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা

বাগেরহাটের শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাসহ ৭ জন আহত হয়েছেন। গত ১১ ও ১২ মার্চ সকাল, সন্ধ্যা ও রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি তালুকদার মো: মধু, আ: জলিল, স্বপন মীর, আসাদুজ্জামান মামুন, মাসুম মীর, মিঠু মীর ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স। তাদের মধ্যে গুরুতর আহত মধু, জলিল, স্বপন ও প্রিন্স খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের সহ-সভাপতি তালুকদার মো: মধু কয়েকজন সহযোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ১০-১২ জন তাদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা পিটিয়ে ওই যুবদল নেতা মধুর ডান হাত ও দুই পা ভেঙে দেয় ও জলিলকে পিটিয়ে আহত করে। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর গ্রামে জাকির খান ও আ: কুদ্দুস সরদার নামের দুই মেম্বর প্রার্থীর কর্মীর মধ্যে সংঘর্ষ হয়। কুদ্দুসের সমর্থক হেলাল সরদারের নেতৃত্বে ১৫-২০ জন লোক হকস্টিক ও লাঠিসোটা নিয়ে জাকির খানের কর্মীদের ওপর হামলা চালিয়ে ৪ জনকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে স্বপন মীরের মুখের নিচের পাটির তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া, গত শুক্রবার সকালে উপজেলার খোন্তাকাটা বাজারে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সকে তার বাড়ি থেকে ধরে এনে প্রতিপক্ষরা পিটিয়ে তার বাম পা ভেঙে দেয়। সহিংসতার ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম মিয়া বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন