শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

নেছারাবাদের সারেংকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম এর সমর্থক মো. রবিউল (২১)-কে কুপিয়েছে দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সায়েম শেখ এর সমর্থকরা। মাথায় গুরতর আঘাত পাওয়ায় রবিউলকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আ.লীগের প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করেন, শনিবার রাতে তার প্রতিপক্ষ প্রার্থী সায়েম এর পালিত সন্ত্রাসী নয়ন রাঢ়ি, মো. রাকিব ও মো. রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রবিউলকে তার উত্তর করফার বাড়ীর সামনে পেয়ে কুপিয়ে গুরতর জখম করে। নজরুলের অভিযোগ তার প্রতিপক্ষ চেয়ারম্যান সায়েম শেখ একটি সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে গত এক সপ্তাহ ধরে পুরো ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অবশ্য বিদ্রোহী প্রার্থী সায়েম শেখ এসব অভিযোগ অস্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন