রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাজিপুরে ১৬ হাজার পশু কোরবানি

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে পবিত্র ঈদুল আযহার কোরবানির ১৫ হাজার ৬শ’ ২৯টি পশু জবাই করা হয়েছে। কাজিপুর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ সোহেল আলম খান জানান, এ বছর ৮৩ হাজার ৬শ’ ৯০টি গরু, ৩৬ হাজার ৭শ’ ৮৮টি ছাগল, ১২ হাজার ৬শ’ ৯৩টি ভেড়া লালন-পালন করা হয়েছে। এর মধ্যে প্রায় কোরবানির ঈদের জন্য কাজিপুরের মানুষ ১৫ থেকে ১৬ হাজার পশু জবাই কবেন বলে এ তথ্য জানা গেছে। কাজিপুর পৌর সভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে সাধারণ চাষিসহ খামারিয়া প্রতিবছরই কোরবানির ঈদের জন্য ব্যাপকভাবে পশু লালন-পালন করে। এসব পশুদের মধ্যে ৯০ ভাগই দেশীয় জাতের পশু। লালন-পালনকৃত এসব পশুদের মধ্যে দেড় লাখ টাকার গরু ও ২০ হাজার টাকার ছাগল রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন