শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিভিন্ন স্থানে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন এন.এন.ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পশু হাসপাতাল থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়। এসময় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরমী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গোসিংগা ইউনিয়নের সাবেক সভাপতি নাসির মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান টিটু, পৌর শ্রমিকদলের সভাপতি আলম হোসেন ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রেজাউল করিম খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, যুবদল নেতা বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক টিপু সুলতান, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, মুনসুর আহম্মেদ, রাজীব মন্ডল, রাসেল সরকার, শামীম আহম্মেদ, সারোয়ার প্রমূখ।

মির্জাপুর
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় কার্যালয়ে আলোস্বজ্জা করণ, কেককাটা মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা মধ্যদিয়ে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে সদরের বংশাই রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুর পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ, সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিঞা প্রমুখ। এর আগে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৯টি মোমবাতি জ্বালিয়ে ৩৯ পাউন্ড ওজনের কেককাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
পরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি সকলস্তরের নেতাকর্মীদের জেল জুলুম ও হুলিয়া থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় আলোক স্বজ্জা করণ ও রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নান্দাইল
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১ সেপ্টেম্বর শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিএনপি প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটি ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য. ময়মনসিংহ (উত্তর) জেলা কমিটি আহবায়ক .নান্দাইল উপজেলা কমিটির সভাপতি চারবারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধূরীর নেতৃত্বে ওই দিন উপজেলার ১২ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিটি দোয়া মাহফিলে দেশের মঙ্গল ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রতিটি অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন