রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চলনবিলে নৌকায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাবনার চাটমোহরে চলনবিলে নৌকায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষকসহ একই পরিবারের তিনজন। মৃত ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে আফজাল হোসেন (৪৫), তার ভাই একই গ্রামের টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন (৪০) এবং তার ছেলে সোহান (১১)।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর একটি মাইক্রোবাস যোগে একই পরিবারের ১৫/২০ জন সদস্য চলনবিল ভ্রমনের উদ্দেশ্যে চাটমোহরে যান। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে নৌভ্রমনে বের হন। নৌকার ছাদে (আঞ্চলিক ভাষায় ছই) ছিলেন ৫ জন। এক পর্যায়ে বেল তিনটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা ৫ জন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। নৌকার মাঝি ও স্বজনরা দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী নৌকা নিয়ে এগিয়ে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। ঈদের আনন্দে বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন