রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারে শিশু ধর্ষণ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার সাভারের ৫বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দ্বীন ইসলাম (৩৮) সাভারের চাঁপাইন এলাকার মৃত আজাহার আলীর ছেলে। সে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে। ধর্ষনের শিকার শিশুটি একটি স্কুলের প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। গত বুধবার সন্ধ্যায় সাভারের চাঁপাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির জানান, বুধবার সন্ধ্যায় শিশুটি চাঁপাইনের তালতলা এলাকার ভাড়া বাসা থেকে তার সমবয়সী আরেক শিশুর সাথে পাশের বাড়ীতে বেড়াতে যায়। তখন দীন ইসলাম একজনকে আটকে রেখে আরেকজনের মুখ বেধে ধর্ষন করে। পরে আটকে রাখা শিশুটির চিৎকারে স্থানীয়রা বেরিয়ে আসলে দ্বীন ইসলাম পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন