রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভাঙ্গায় প্রস্তাবিত অধিগ্রহণের জমি ৩ গুণ ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা এলাকায় শতাধিক পরিবারের, ব্যাবসা প্রতিষ্ঠান, বসতবাড়ীসহ ফ্লাইওভারের জন্য প্রস্তাবিত অধিগ্রহনকৃত জমির উপযুক্ত ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনকারীরা অভিলম্বে তাদের বসতবাড়ীসহ অধিগ্রহণকৃত প্রায় ১০ একর জমির ন্যায্য মূল্য ৩ গুণ ক্ষতিপুরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। ক্ষতিগ্রস্থ কয়েকশ’ লোক নারী-পুরুষ নির্বিশেষে হাতে হাত রেখে বসত বাড়ীর ন্যায্য মূল্য চাইসহ নানা শ্লোগান দেয়। এ সময় মানববন্ধনকারীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন ব্যনার ও প্লাকার্ড বহন করে। মানববন্ধন চলাকালে বেশ কিছুক্ষন মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।
সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান, শ্রমিক নেতা জাহাঙ্গীর মাতুব্বর, শামীম চোকদার, মুক্তিযোদ্বা সার্জেন্ট (অবঃ) আঃরহমান, প্রানকৃজ্ঞ সরকার,লেবু মিয়া, মুকুল মিত্র, সালাহ উদ্দিন আহমেদ, বাবলু মিয়া, বাচ্চু মিয়া, মোঃ টুটুল, শামিমা আক্তার, লাবলী ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন