রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দীর্ঘদিন থেকে ধর্মপুর গ্রামের দেলদার হোসেনের পুত্র নুরুন্নবী মিয়ার সাথে প্রতিবেশি আবুল হোসেনের পুত্র রাজা মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নুরুন্নবী মিয়া বাড়ী সংলগ্ন ধান ক্ষেত দেখে ধর্মপুর -পাচপীর সড়কে এসে দাড়ালে রাজা মিয়া ও তার লোকজন নুরুন্নবীর পথরোধ করে। এ কারণে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুরুন্নবী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবাান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা অফিসার ইনচাজ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন