সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক, সাধারণ সম্পাদক রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম শাহী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, পৌর ছাত্রদল সভাপতি শহীদ উল্যাহ লিটন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি, কলেজ ছাত্রদল সভাপতি মোঃ রুবেল, সাধারন সম্পাদক মোঃ সাদ্দামসহ নেতৃবৃন্দগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন