রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা: মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বেতাগীতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহাস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান মজনু, সংগঠনের প্রধান উপদেস্টা সাইদুল ইসলাম মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মহসিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগের সভাপতি বিএম আদান খালিদ মিথুন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক অলি আহম্মেদ, বরগুনা জেলা শাখার সভাপতি মো: রাসেল রানা, সহ সাংঠনিক সম্পাদক মো: রাজিব জোমাদ্দার, বেতাগী উপজেলা শাখার সভাপতি মিঠুন দে ও সাধারণ সম্পাদক সৌমেন বেপারী।। এতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহন করেন। প্রতিবাদ সভায় বক্তারা জাতিগতভাবে মুসলামানদের নির্মূল করার চক্রান্ত, নির্যাতন ও গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য বিশ্ব সমাজের প্রতি দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন