রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে জাগরণ সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য ও দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী হয়রত আলী (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারী কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সমিতির সভাপতি ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে হযরত আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, হযরত আলী দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী। স্ত্রীর সহায়তায় শ্রীপুর রেলস্টেশন ও বাজারের বিভিন্ন স্থানে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে পার্শ্ববর্তী কালাম ও তার সহযোগীরা হযরতকে তার ভাড়া করা বাসার সামনে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। দৃষ্টি প্রতিবন্ধি মস্তু, সারোয়ার, রাসেল ও প্রতিবন্ধি সমিতির সভাপতি হারুন-অর রশিদের সহায়তায় রাতেই তাকে প্রথমে শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্রীপুর প্রতিবন্ধী সমবায় সমিতির সদস্যরা হযরত আলীর উপর হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের গ্রেফতার দাবী করেন। শ্রীপুর থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন