রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় ৩০ বস্তা শামুক অবমুক্ত

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩০ বস্তা শামুক আটক করে জলাশয়ে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলাল হোসেন এসব শামুক আটকের পর অবমুক্ত করেন। জিলাল হোসেন জানান, কোটালীপাড়া উপজেলার রামনগর থেকে ১টি টমটমে করে ৩০ বস্তা শামুক বাগেরহাট জেলার চিতলমরীতে নিয়ে যাওয়া হচ্ছিল। টমটমটি উপজেলার পারকোনা ব্রীজের উপর আসলে ওই টমটমটিকে আটক করা হয়। টমটম থেকে ৩০ বস্তা শামুক উদ্ধার করে উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এখানে শামুক নিধন অব্যাহত রয়েছে। আর এ শামুক নিধন বন্ধে আমরা নানা ধরণের কর্মসূচি নিয়েছি। এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন