রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার টেলকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ হাসনাত চৌধুরী হিমেল (২২) এবং সিরাজুল ইসলাম সোহাগ (২৮)। নিহত ২ জনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা থেকে টাঙ্গাইলের উদ্যোশে রওনা হয় হিমেল এবং সোহাগ। এক পর্যায়ে তারা মধুপুর উপজেলার টেলকি এলাকায় পৌছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইলেটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও গুরুতর আহত হিমেলকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর মোটরসাইকেলযোগে নেত্রকোনায় বেড়াতে যায় হিমেল সোহাগসহ আরো বেশ কয়েকজন। পরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন