শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে অচেতন করে মাইক্রোবাস চালকের টাকা লুট : গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ সাহেবরামপুর গ্রামে বিষ জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে আক্তারুজ্জামান সিকদার (৫০) নামের এক মাইক্রোবাস চালককে অচেতন করে নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এসময় তার কাছ থেকে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এবং ব্যাপারে ভূক্তভোগীর স্ত্রী ইরানি আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। আর মামলার প্রেক্ষিতে পুলিশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (পিয়ন) নূর মোহাম্মদ ভূঁইয়া ও তার ছেলে কায়দে আজমকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (পিয়ন) নূর মোহাম্মদ ভূঁইয়া তার ২ছেলে সৌদি থেকে আসলে তাদের ঢাকার এয়ারপোর্ট থেকে দেশে আনতে কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের মাইকোবাস চালক আক্তারুজ্জামান সিকদারকে মাইক্রোসহ ভাড়া করেন। সে’মতে গত ৩০আগষ্ট ভাড়া অনুযায়ী কার্যসম্পন্ন করে মাইক্রোবাস চালক। কিন্তু সেই প্রবাসিদের ২০হাজার রিয়াল (সৌদি টাকা) হারিয়েছে বলে গত বৃহস্পতিবার দুপুরে মাইক্রোচালক আক্তারুজ্জামানকে বাড়ি থেকে তুলে নিয়ে দক্ষিণ সাহেবরামপুর গ্রামে নূর মোহাম্মদ ভূঁইয়ার বাড়িতে আটকে রাখা হয়। এসময় তার কাছথেকে নগদ ৩০হাজার টাকা লুটে নেয় আটককারীরা এবং কয়েকটি ফাঁকা স্টাম্পে জোড়পূর্বক স্বাক্ষর নেয়া হয়। পরে বিষ জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে রাস্তার পাশে ফেলে রাখলে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন