খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং মানুষ হত্যা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় ১০ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের ভাঙ্গাব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। বাকবিতন্ডার একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ আবারও তাদের ধাওয়া দিলে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়। খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভ‚ঁইয়া জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রব রাজাসহ অন্তত ১০-১২ জন নেতাকর্মীকে আহত হয়েছে। এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অনুমতি না নেয়ায় বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন করতে বাধা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন