শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মোতালেবের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের বি.বি.এস. শাখার ছাত্র (রোল নং ২২৮) মোতালেব। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে একজন মেধাবী ছাত্র হিসেবে সু-পরিচিত মোতালেব। তার ইচ্ছা উচ্চ শিক্ষা নিয়ে এলাকা ও দেশের সুনাম বয়ে আনবে। ঘুচাতে চেয়েছিল পরিবারের দারিদ্রতা। কিন্তু হঠাৎ সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি বøাড ক্যান্সার। উপজেলার সদর ইউনিয়ের ৮নং ওয়ার্ডের চর আজিমপুর মহল্লার দিনমজুর পিতা গোলাম রসুলের এক ছেলে দুই মেয়ে। মোতালেবের ছোট বোন একই কলেজে এইচ.এস.সি. তে লেখাপড়া করছে, অপর বোন প্রাইমারীর ৩য় শ্রেনীতে। দরিদ্র পিতা রাজ মিস্ত্রীর কাজ করে সংসার চালিয়ে তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচের পাশাপাশি ‘মরার উপর খড়ার ঘাঁ’। বিগত ৫/৬ মাস যাবৎ ঢাকাস্থ মহাখালী ক্যান্সার হাসপাতালে ৬ষ্ঠ তলার ৫নং ওয়ার্ডের ৪ সিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মোতালেব। প্রতি মাসে তার চিকিৎসার খরচ হয় দেড় লক্ষ টাকা। মোতালেবের বাবা বলেন, ধার দেনা ও সহায় সম্বল যা কিছু ছিল এ পর্যন্ত ছেলের চিকিৎসা করিয়েছি। এখন একটি দু’চালা ও একটি ছাপড়া ঘর ছাড়া আমার আর কিছুই নেই।
তাই বাধ্য হয়ে দেশের দানশীল, হৃদয়বান, বৃত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
গোলাম রসুল
হিসাব নং- ০২০০০০৪০৭১০৫৮
অগ্রণী ব্যাংক লিঃ, সিংগাইর শাখা
সিংগাইর, মানিকগঞ্জ।
মোবা- ০১৭২৬৯০২২০৯

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন