শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনিতে বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

ভেসে গেছে শতাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে দুই গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রতাপনগরের হরিশখালি পয়েন্টে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে হরিশখালী ও মাদারবাড়িয়া গ্রাম প্ল­াবিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও দুপুরের জোয়ারে তা আবারো তলিয়ে যায়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হোসেন জানান, দীর্ঘদিন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ জরাজীর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বললেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার গভীর রাতে নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়। এতে হরিশখালি ও মাদারবাড়িয়া গ্রাম প্ল­াবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। তিনি আরো জানান, শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করার কাজ শুরু হলেও দুপুরের জোয়ারের পানির প্রবল স্রোতে তা আবারো তলিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে ঘটনাটি রাতেই বলা হলেও তারা এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি। এ ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড ২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন