শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে বিজিবি সদস্য চারদিন ধরে নিখোঁজ

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
পার্বতীপুরে ছুটি শেষে কর্মস্থলে যাওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিপাহী মো: কামরুল হাসান গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টায় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন থেকে রূপসা ট্রেনযোগে কর্মস্থলে না পৌঁছালে কর্তৃপক্ষ কামরুল হাসানের স্বজনদেরকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। কামরুল হাসান (৩২) ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত ছিল। সে গত ৩১-০৮-২০১৭ইং তারিখে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। তার স্ত্রী শরিফা আক্তার ফারজানা স্বামীর খোঁজ খবর না পেয়ে গতকাল শুক্রবার সকালে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কামরুল হাসান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের দর্গাপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র। তার ব্যবহৃত মোবাইল ফোন নং- ০১৭২৩৩৫৯৭৫৮। সেটিও বন্ধ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন