শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গৃহকর্তাকে হত্যা করে বাড়ীর মালামাল লুট

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর ডোমারে গৃহকর্তা অতুল চন্দ্র রায় (৬০)-কে টেপ দিয়ে হাতা, পা ও মুখ বেঁধে হত্যা করে বাড়ীর জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা মাষ্টার পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত অতুল চন্দ্র নয়ানী বাকডোকরা গ্রামের বিষ্ট রাম মোহনের ছেলে। নিহত অতুল রায়ের মেয়ের ছেলে সুমন জানান, সকালে আমার নানী আমার মামীকে আনার জন্য পার্শ্ববর্তী ডিমলার ডালিয়ায় যান। বাড়ীতে নানু অতুল রায় একাই থাকবে বলে আমাকে তার সাথে থাকার জন্য বলে। আমি সন্ধ্যা ৮টার দিকে বই খাতা নিয়ে নানুর বাড়ীতে এসে দেখি বাড়ীর গেট ভিতর দিক দিয়ে বন্ধ রয়েছে। প্রায় আধাঘন্টা নানুকে ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে আমি দেয়াল টপকে নানুর বাড়ীতে প্রবেশ করে ঘরে ঢুকতেই দেখি বাড়ীর সব দরজা খোলা। ঘরের দরজায় নানুর হাত,পা ও মুখ টেপ ও শাড়ী দিয়ে বাঁধা। নিহত অতুলের ভাতিজা মনি ভুষন রায় বলেন, আমার কাকাত ভাই বিপুল দক্ষিন কোরিয়ায় থাকেন। বাড়ীতে আমার কাকা, কাকী আর বৌদি থাকে। বৃহস্পতিবার সকালে কাকী আমার বৌদিকে বাপের বাড়ী ডালিয়ায় আনতে যায়। বাড়ীতে আমার কাকা একাই ছিল। এই সুযোগে কে বা কাহারা বাড়ীতে প্রবেশ করে কাকাকে হত্যা করে বাড়ীর মালামাল নিয়ে পালিয়ে যায়।

গফরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
দসাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ^ গড়ি’ -এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত র‌্যালীর শেষে আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (মনি), গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন