মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের দুর্ভোগ ও ‘গণহত্যা’ বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছে আরব পার্লামেন্ট।
পার্লামেন্টের স্পিকার মিশাল আল-সালামি এক বিবৃতিতে জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এবং ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের গণহারে হত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে দাঁড় করানোর আহŸান জানিয়েছেন। রাখাইনে নিরীহ মানুষদের ওপর চলমান নিধনকাÐের জন্য দুঃখ প্রকাশ করে আল-সালামি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যা চলছে তা ধারাবাহিক জাতিগত ও ধর্মীয় শুদ্ধি অভিযান। বিশেষ করে নারী ও শিশুরা এর শিকার হচ্ছে। বিশ্ববাসী এ ঘটনা প্রত্যক্ষ করছে’।
রোহিঙ্গাদের অধিকারের এ মারাত্মক লঙ্ঘন প্রত্যক্ষ করেও আন্তর্জাতিক স¤প্রদায়ের নিশ্চুপ থাকা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন সালামি।
আরব পার্লামেন্টের পাশাপাশি আরব ইউনিয়নও প্রকাশিত এক বিবৃতিতে মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গদের অধিকারের লঙ্ঘনের বিষয়টি তদন্ত করে দেখা এবং অধিকার লঙ্ঘনকারীদেরকে বিচারের আওতায় আনার দায়িত্ব নেওয়ার আহŸান জানিয়েছে। সূত্র : আইএএনএস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন