রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহর অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করলেন ইউএনও

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার বিভিন্ন নদ-নদী ও বিলে গতকাল বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করলেন ইউএনও। উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল ও নদীতে অবৈধভাবে স্থাপিত সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা অভিযান চালিয়ে এই সকল বাঁধ অপসারণ করেন। গুমানী নদীর ধরমগাছা, বিশ্বনাথপুরসহ অন্য এলাকার ৪টি বড় সোঁতি বাঁধসহ কয়েকটি ছোট বাঁধ অপসারণ করা হয়। এসময় একটি নৌকা ও জাল জব্দ করা হলেও কাউকে পাওয়া যায়নি। অভিযান চলাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ মোতাবেক চলনবিল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোঁতি বাঁধ অপসারন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন